শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেবে স্লোভাকিয়া

রাশিয়ার হামলা প্রতিহত করতে পোল্যান্ডের পর এবার ন্যাটোভুক্ত আরেক দেশ স্লোভাকিয়া ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে তারা ১৩টি মিগ-২৯ বিমান ইউক্রেনকে দেবে।

শুক্রবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডোয়ার্ড হেগার এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা ইতিহাসের সঠিক প্রান্তে আছি।

এর আগে এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, ইউরোপ এবং ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচানোর জন্য অব্যাহত সামরিক সহায়তা অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যুদ্ধবিমান দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে স্লোভাকিয়া ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে। এছাড়া আমেরিকার কাছ থেকে তারা ৭০০ মিলিয়ন ডলারের অস্ত্রও পাবেন বলে জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img