রবিবার, এপ্রিল ২, ২০২৩

প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : কৃষিমন্ত্রী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৭ মার্চ) টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে। প্রতিটি মুহূর্ত সমাজের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

তিনি বলেন, বাঙালি-অবাঙালি সকলে সম্মিলিতভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। মুসলমান-হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু সকলকে নিয়ে দেশকে উন্নত রাষ্ট্র করার পরিকল্পনা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিবেদিত রয়েছেন। সকলের সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img