ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, সরকার যেনতেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকির করছে। কিন্তু সরকারের সে স্বপ্নসাধ জনগণ তা পূরণ করতে দেবে না।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এবং জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে চলমান কলঙ্ক থেকে মুক্তি দিন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, সরকারের বিগত বছরের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। সরকারি হিসাবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতোমধ্যে ৪০ বিলিয়ন ডলারের নিচে। ফলে অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্যও ঋণপত্র খুলতে পারছে না সরকার। জ্বালানির সঙ্কট মূলত সেখান থেকেই।
মুফতী রেজাউল করীম বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী ইসলাম, ঈমান বিধ্বংসী ও ইতিহাস বিকৃতকারী সিলেবাস এ দেশবাসির উপর চাপিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। তিনি এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।