বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে সারা দেশে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, যদি কেউ ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করে, তবে তাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। সুষ্ঠুভাবে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মেডিকেলের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়। এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়। রাজধানীসহ সারা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের মোট ৫৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার ছাত্র-ছাত্রী। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন পরীক্ষার্থী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img