শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেনকে অভিশংসনের আবেদন

আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণের একদিন পর তাকে ইমপিচমেন্টের (অভিশংসন) আবেদন করেছেন এক নারী।

তিনি জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসওম্যান মারজোরি টেইলর গ্রিন।

অভিশংসনের আবেদনের পর টুইটারে এ কথা জানান তিনি।

গ্রিন বলেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিশংসন করতে আবেদন করেছি। পরিস্থিতি কী দাঁড়ায় আমরা সেটা দেখবো।’

তবে এই আবেদন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের গণ্ডি পেরোনোর সম্ভাবনা খুবই কম। কেননা প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাছাড়া নিজ দলের রিপাবলিকানরাও এ নিয়ে খুব মাতামাতি করবে বলে মনে হয় না।

এর কারণ গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে যখন ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ইমপিচমেন্ট করা হয় তখন বেশ কয়েকজন রিপাবলিকানও ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছিলেন।

গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে প্রবল বিশ্বাস করেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই এই ষড়যন্ত্র তত্ত্বের চরম সমর্থক গ্রিন। চলতি মাসের শুরুতে গ্রিনের সোশ্যাল মিডিয়া ১২ ঘণ্টার জন্য স্থগিত করে দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে শপথ নিয়েছেন তিনি।

সূত্র- দ্য ইন্ডিপেন্ডেন্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img