বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এডেন বিমানবন্দরে গাইডেড মিসাইল হামলায় ইরান জড়িত: ইয়েমেনের প্রধানমন্ত্রী

ইয়েমেনের প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক বলেছেন, এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে ইরান জড়িত রয়েছে।

বৃহস্পতিবার এ অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, আদেন বিমানবন্দরে গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

বুধবার সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান বুধবার দেশটির এডেন বিমানবন্দরে অবতরণের পরপরই হামলার মুখে পড়ে। এতে অনন্ত ২৬ জন নিহত হয়েছেন। তবে সরকারের কেই হতাহত হননি।

সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বুধবার নতুন সরকারের সদস্যরা দেশটির অস্থায়ী রাজধানী এডেনে প্রথম সভা করেছেন।

সভায় নতুন সরকারের প্রধানমন্ত্রী সাইদ বলেন, প্রাথমিক তদন্তের ফলাফলে এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পেছনে হুতি বিদ্রোহী জড়িত রয়েছে।

সেনাবাহিনী ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, গাইডেড মিসাইল হামলায় কিছু ইরানি বিশেষজ্ঞ জড়িত রয়েছে।

এদিকে সৌদি সমর্থিত সরকারের ওপর হামলার প্রতিশোধ নিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতজুরে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কয়েকটি অংশে বিমানহামলা চালায় সৌদি-আমিরাত জোট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img