শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নওসাদ সিদ্দিকির মুক্তির দাবিতে ফুরফুরা শরীফে পীরজাদাদের বিক্ষোভ সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে নিঃশর্ত মুক্তির দাবিতে ফুরফুরা শরীফে পীরজাদাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের ফুরফুরা পীর ইব্রাহিম সিদ্দিকি বিধায়ক ও পীরজাদা নওসাদ সিদ্দিকিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি এ সময়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আরএসএসের সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করেছেন ফুরফুরা পীর ইব্রাহিম সিদ্দিকি।

তিনি বলেন, সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে রাজ্য সরকারের আদেশে আমার ভাইপোর উপরে আঘাত হানা হয়েছে। প্রশাসন দিয়ে মারা হয়েছে। কীভাবে মেরেছে, কীভাবে অত্যাচার করেছে, আইএসএফের ছেলেদের উপরে মারধর করা হয়েছে আপনারা সকলেই জানেন।’

এ সময়ে তিনি নওসাদ সিদ্দিকিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন।

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে গ্রেফতারের প্রতিবাদে পীরজাদাদের পক্ষ থেকে শুক্রবার প্রত্যেককে জুমা নামাজের পরে কালো ফিতে মুখে বেঁধে, হাতে কালো ব্যাজ বেঁধে এবং কালো পতাকা হাতে নিয়ে নিজ নিজ গ্রামে মৌন মিছিল করার ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে মরহুম দাদাহুজুর পীরসাহেবের মুরিদ ও ভক্তদের উদ্দেশ্যে ওই আহবান জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ভাঙড়ে আইএসএফ কর্মী-সমর্থকদের উপরে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে গত শনিবার কলকাতায় সড়ক অবরোধ করে আইএসএফ কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তাদের দাবি ছিল ভাঙড়ের হামলায় জড়িত তৃণমূলের লোকজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ওইদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস হওয়ায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতায় সভা ছিল। অন্যদিকে, তৃণমূলের দাবি- ভাঙড়ে আইএসএফ কর্মীরা তাদের দলীয় অফিস ক্ষতিগ্রস্ত করেছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img