শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

স্বাধীনতার ৫২ বছরেও মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন নয় : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার উন্নয়নের মহাসড়কে দেশকে নিয়ে গেছে বলে বক্তব্য দিলেও হাকিকত হলো এখনো মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এখনো মানুষ ক্ষুধার যাতনা সইতে না পেরে স্বপরিবারে আত্মহত্যার করার ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দেয়। স্বাধীনতার ৫২ বছরেও মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন নয়। ভাত ও ভোটের জন্য মানুষ এখনও লড়াই করছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। চিকিৎসা বঞ্চিত মানুষ অসহায় বসবাস করছে। কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। একটি মধ্যসত্তভোগি গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। দলীয় লোকজন বাজার নিয়ন্ত্রণ করার কারণে সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা হতে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৯২ ভাগ মুসলমানের চিন্তাচেতনা বিরোধী সিলেবাসের মাধ্যমে জাতিকে ধর্মহীন ও নাস্তিক্যবাদী জাতি তৈরির চক্রান্ত চলছে। ইসলামী আন্দোলন শিক্ষা সিলেবাস নিয়ে দীর্ঘদিন ধারাবাহিক আন্দোলন, প্রতিবাদ করে আসছে। শিক্ষামন্ত্রী দিপুমনি আমাদের আন্দোলনকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করেছিলো। এখন প্রতিবাদের মুখে পড়ে স্বীকার করতে বাধ্য হচ্ছে। বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করার পর প্রধানমন্ত্রী বলছেন, তিনি তা জানেন না। অথচ প্রধানমন্ত্রী বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন। তিনি না জেনে কিভাবে শিক্ষার মত একটি গুরুত্বপূর্ণ বিষয় উদ্বোধন করলেন? তাহলে কারা এ দেশকে নিয়ন্ত্র্রণ করছে, কারা শিক্ষা সিলেবাস প্রণয়ণ করেছে? এর জবাব কে দিবে?

চরমোনাই পীর হুঁশিয়ারি করে বলেন, প্রধানমন্ত্রীও যদি বিষয়গুলো না জানেন তাহলে এ পদ থেকে তাকে সরে দাড়ানো উচিত। শিক্ষা বিষয়ে জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। তিনি ভুলেভরা বই এবং সিলেবাস বাতিল করার দাবি জানান।

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ জানিয়ে চরমোনাই পীর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সুইডেনে পবিত্র গ্রন্থ আল কুরআন পোড়ানোর সুযোগ করে দিয়ে বিশ্বের একশত ষাট কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে সুইডেন সরকার। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি বাংলাদেশ সরকারকে সুইডেন বিষয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান। সেইসাথে সুইডেন রাষ্ট্রদূতকে ডেকে কঠোর ভাষায় নিন্দা করতে হবে বলেও হুশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, সরকার জনগণের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন আবার ঈমান নিয়ে ছিনিমিনি খেলা খেলছে। তিনি সরকারকে ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সরে না দাড়ালে দেশময় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সম্মেলনে ১৩ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল-

১. নেদারল্যান্ডস এবং সুইডেন সরকারের অনুমতি সাপেক্ষে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে পবিত্র কুরআন পোড়ানোর ন্যক্কারজনক ঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের জাতীয় সংসদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব এবং বাংলাদেশে নিযুক্ত উভয় রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানানোর জোড় দাবি জানাচ্ছি। ২. ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খতমে নবুওয়ত অস্বীকারকারী অভিশপ্ত মীর্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং বাংলাদেশে তাদের প্রকাশ্য-অপ্রকাশ্য সকল প্রকার কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

৩. জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের লক্ষে যথাসময়ে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকার গঠন করে এর অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

৪. জাতীয় শিক্ষাকার্যক্রমে অবৈজ্ঞানিক এবং ভিত্তিহীন কল্পনাপ্রসূত ডারউনের মতবাদসহ যে সকল ঈমান বিধ্বংসী কুশিক্ষা পাঠ্যক্রমে অর্ন্তভুক্ত করা হয়েছে তা বাতিল করে সর্বস্তরে র্ধমীয় শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

৫. দেশের একদল অসাধু ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগী দুর্নীতিগ্রস্থ মানুষের যাতাকলে সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ আছে বলে আমাদের জানা নেই। সুতরাং এ ব্যাপারে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজার মনিটরিং সেলের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৬. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২২ এর মাধ্যমে তরুণ প্রজন্মকে অঙ্কুরেই বিনাশ করে দেয়ার আয়োজন করে দেয়া হয়েছে। যা দেশে খুন-গুম-ধর্ষণ ও অরাজকতা সৃষ্টি করছে। এ আইন বাতিল করতে হবে। এবং রাজধানী ঢাকাকে মাদকমুক্ত করতে হবে।

৭. রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতারকৃত সকল নিরপরাধ আলেম ওলামাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৮. ঢাকা সিটিতে বসবাসরত নাগরিকগণ সকল নাগরিক সুবিধা যেমনঃ গ্যাস, পানি, বিদ্যুৎ, পয়ঃনিস্কাসন, টেলিযোগাযোগসহ অন্যান্য সেবা অর্থের বিনিময়ে ভোগ করে থাকে। সেইসাথে জমির খাজনাও প্রদান করে থাকে বিধায় হোল্ডিং ট্যাক্স কমিয়ে সহনীয় করতে হবে।

৯. ঢাকা নগর বিশ্বের সবচেয়ে নোংরা শহর হিসেবে স্বীকৃত। এ অপরিচ্ছন্নতার কারণে প্রতিনিয়ত ব্যাপকহারে রোগ-ব্যাধি ছড়িয়ে পরছে বিধায় যেকোন মূল্যে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। আবার বায়ুদুষনের দিক থেকে ঢাকা বিশ্বে প্রথম। গাড়ীর কালো ধোয়া ও যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপ থাকার কারনে ঢাকার বাতাস বিষাক্ত হয়ে যাচ্ছে যা নাগরিক স্বাস্থ্যের জন্য বিরাট ঝুকি। বিধায় বায়ুদুষন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যদিকে যত্রতত্র গাড়ী পার্কিং, যাত্রী উঠানামা ও ক্রুটির্পুণ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সৃষ্ট র্দীঘ যানযট নগর জীবনের এক অভিষাপ হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ট্রাফিক কর্মকর্তার কারণে যা আরও দুর্বিষহ হয়ে পরেছে। এমতাবস্থায় অনতিবিলম্বে যানযট ও ট্রাফিক সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে।

১০. অপরিচ্ছন্ন পরিবেশের কারনে মশা ও অন্যান্য রোগ-জীবানুর ব্যপক বিস্তার ঘটছে। ফলে নাগরিকগণ ডেঙ্গু, ডাইরিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পর্যাপ্ত সরকারী হাসপাতাল না থাকায় নাগরিকগণ অত্যন্ত স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। এমতাবস্থায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১১. হকারদের নির্দিষ্ট যায়গা ও বিভিন্ন পয়েন্টে পুর্নবাসিত করে ঢাকার রাস্তার ফুটপাতকে জনসাধারনের জন্য মুক্ত করে দিতে হবে। অপরদিকে শহরের বিভিন্ন পয়েন্টে সরকার দলিয় ক্যাডাররা বিভিন্ন স্লিপ ও টোকেনের মাধ্যমে পন্যবাহী গাড়ী সহ সকল যানবাহনে চাদাবাজী ও টোকেনবাজী করে থাকে। এসকল চাদাবাজ ও টোকেন ভোগীদের কঠোর হস্তে দমন করতে হবে।

১২. সরকার শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেও রাজধানী ঢাকায় লোডশেডিং এর কারণে জনজীবন দূর্বিষহ হয়ে পড়েছে। ব্যবসায়-বাণিজ্য তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে৷ যা রপ্তানি খাতে দেশকে পিছিয়ে ফেলতে পারে। এদিকে লক্ষ রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অযাচিত বিদ্যুতের অপব্যবহার রোধ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে।

১৩. রাজধানী ঢাকায় খাদ্যে ভেজাল এখন ওপেন সিক্রেট নিত্তনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। একদল অসাধু ব্যবসায়ী দুর্নীতিগ্রস্থ প্রশাসনের ছত্রছায়ায় এহেন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মানবদেহে ভয়ঙ্কর ক্ষতিকর রোগের সৃষ্টি করছে। এমতাবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথাযথ তদারকির জোড় দাবি জানাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img