বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় যুব মজলিসের বিক্ষোভ

মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নিঃশর্ত মুক্তি, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো, পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর মুহাম্মাদপুরে ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান সুইডেনে তুরস্ক দূতাবাসের সামনে কোরআনে আগুন দেওয়াকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সুইডেনের মানবাধিকার পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মাওলানা ফজলুর রহমান বলেন, মাওলানা মামুনুল হককে অন্যায়ভাবে দীর্ঘ ২২ মাস যাবৎ কারাবন্দী করে রেখেছে। অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। এসময় তিনি বলেন, পাঠ্যপুস্তক সংশোধনে মৌখিক আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

সভাপতির বক্তব্যে নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে নাস্তিক হিসেবে গড়ে তোলার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। ভারতকে খুশি করতে পাঠ্যবইয়ে ইসালামী শিক্ষা বিলুপ্ত করে হিন্দুত্ববাদ সংযোজন করা হয়েছে। মুসলমানদের ট্যাক্সের টাকায় বানানো পাঠ্যক্রমে বিবর্তনবাদী কারিকুলাম জনগণ মেনে নিবে না। অচীরেই এই বই প্রত্যাহার না করলে চূড়ান্ত আন্দোলন করা হবে।

তিনি বলেন, সরকার এমন সময়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে যখন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই মানুষ ব্যাপক চাপে রয়েছে। বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির পরেই গ্যাসের মুল্য বাড়ানো হয়েছে। দুর্নীতিবাজ সরকার জনগনের সাথে তামাশা শুরু করেছে। সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রমজানের পূর্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। নাহয় পরিণতি ভালো হবেনা।

নগর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, মহানগরীর বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হোসাইন ও ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর প্রমুখ।

ময়মনসিংহ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে জেলা সভাপতি মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে ও রুহুল আমিন বাদশাহ’র পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও মুফতি নাসির উদ্দিন প্রমুখ।

নরসিংদী
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা সভাপতি মুফতি আনোয়ার মাহমুদের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় জেলার রেলওয়ে চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা দায়িত্বশীল মুফতি হাশমতুল্লাহ ফরিদী, বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও মুফতি আল আমিন প্রমুখ।

নারায়নগঞ্জ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মহানগর সহ-সভাপতি আল-আমিন রাকিবের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ফাতীহ সোলাইমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সমাজকল্যাণ সম্পাদক মুফতি রশীদ আহমদ, অফিস সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু করে নগরীর ডিআইটি মসজিদের সামনে এসে শেষ হয়।

কিশোরগঞ্জ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ওসমান গনীর পরিচালনায় ঐতিহাসিক শহিদী মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা সহ সভাপতি মাওলানা মাহমুদুল কবিরের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির জেলা যুব মজলিসের বায়তুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান

চট্টগ্রাম
বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যােগে নগর সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের সভাপতিত্বে, সহ সভাপতি ইন্জিনিয়ার ইমাম হোসেন আরিফের সঞ্চালনায়, আজ বাদ জুমা নগরীর জামিয়াতুল ফালাহ চত্বরের ওয়াশা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মহানগর দায়িত্বশীল, মাওলানা আব্দুল হক ও মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।

মৌলভিবাজার
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লার সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাহ মিসবাহ’র পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি হুসাইন আহমদ আউয়াল, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম তালহা প্রমুখ।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

খুলনা
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে, মাওলানা মুহিব্বুল মুরসালিনের পরিচালনায় শিববাড়ি মোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে, মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলার চৌমুহনী চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া
বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভাপতি মাওলানা খাদিমুল ইসলামের পরিচালনায় নগরীর কলোনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজিপুর
বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা সহ সভাপতি হাফেজ কাজী নিজামুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নড়াইল জেলা সভাপতি মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে খাছের সদস্য হাফেজ আবুল কালাম।

ঢাকা জেলা উত্তর
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় সাভার রেডিও কলোনি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজ হায়দার, মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

ঢাকা জেলা দক্ষিণ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সহসভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে মাওলানা ইমাম উদ্দিন সাহেদের পরিচালনায় ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর
বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা সহসভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে ও বাইতুল মাল সম্পাদক মাওলানা মুজাম্মিলের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img