শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ওরস থেকে ফেরার পথে ব্রাহ্মবাড়িয়ায় ৩০ সিএনজি আটকে গণডাকাতি; আহত ৫০

ওরস থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০টি সিএনজি আটক করে গণডাকাতির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে

বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চাপড়তলা-ছাতিয়াইন সড়কের মাঝ অংশের ৬নং ওয়ার্ডের বুড়ইউরি গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা জানায়, প্রতিবছর ২৬ জানুয়ারি চাড়রতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক উরস পালন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন খান্দুরা দরবার শরিফে।

আহতরা আরো জানায়, উরস থেকে রাত ৪টার দিকে ফেরার পথে ৩০-৩৫ জনের একটি ডাকাত দল প্রায় ৩০টি সিএনজি আটক করে। এর পর ডাকাতরা সবার চোখ কাপড় দিয়ে বেঁধে ডাকাতি করে। ডাকাতিতে বাধা দেওয়া ৫০ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা তাদের হাতে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

নাসিরনগর থানা ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ভোর রাতে চাপড়তলা ইউনিয়নের বড়ইউরি গ্রামের পাশে ডাকাতি হয়। এ সময় কয়েকজন আহত হন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img