শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

চুয়াডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ

অসহায়, অস্বচ্ছল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার বেলগাছি রেলগেট সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করে সংগঠনটি। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা’র মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এসময় নেতৃবৃন্দগণ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। উলামায়ে কেরামসহ ও অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

আলোচকরা আরও বলেন, আপনারা জানেন, ‘সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ’ সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন দ্বীনি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজ আমরা আপনাদের জন্য সামান্য কিছু উপহারের (শীতবস্ত্র) ব্যবস্থা করেছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মুফতী আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, মুফতি আমির খসরু, মাওলানা মাহফুজুর রহমান মাফি, মাওলানা হাসানুজ্জামান, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img