শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করছে পাকিস্তান

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে পাকিস্তান। মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে দুই পক্ষই রাজি হয়েছে। এর আগে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে বার্ষিক আন্তঃসরকার বৈঠক হয়।

শুক্রবার (২০ জানুয়ারি) পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক জানিয়েছেন, পাকিস্তান রাশিয়া থেকে তার মোট অপরিশোধিত তেলের ৩৫ শতাংশ আমদানি করতে চায়।

বর্তমানে রাশিয়ার কাছে পাকিস্তানের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নেই বলেও জানিয়েছেন মন্ত্রী।

এদিকে রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনভ বলেছেন, পাকিস্তান রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য অর্থ দেবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মুদ্রায়। এই মুহূর্তে তিনি পাকিস্তান সফর করছেন।

পাকিস্তানের সরকার গত বছর রাশিয়ায় কর্মকর্তাদের পাঠিয়েছিল। পরে পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী বলেছিলেন, রাশিয়া ছাড়ে অপরিশোধিত তেল বিক্রি করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img