বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

পাঞ্জাব এসেম্বলি বিলুপ্ত; ইমরান খানের কৌশলের কাছে ধরাশয়ী পিডিএম জোট

পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানিয়ারি) পাঞ্জাবের উজিরে আল পারভেজ ইলাহী গভর্নরকে এসেম্বলি বিলুপ্তের আবেদন পাঠিয়ে দিয়েছেন।

গভর্নর অনুমোদন দিলে এসেম্বলি বিলুপ্ত হয়ে যাবে। অথবা ৪৮ ঘন্টা পার হওয়ার পর এসেম্বলি নিজ থেকেই বিলুপ্ত হয়ে যাবে।

পাঞ্জাবে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ ও মুসলিম লীগ-কিউ’র সরকার ছিল।

গত এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাঞ্জাব প্রদেশের তেহরিকে ইনসাফের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। ৩০ এপ্রিল ক্ষমতায় আসেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পুত্র হামজা শাহবাজ। তবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি শাহবাজপুত্র। ইমরান খানের কৌশলের কাছে ধরাশয়ী হয়ে ২৬ জুলাই ক্ষমতার ছাড়তে হয় হামজাকে।

হামজা শাহবাজ

পরবর্তীতে ইমরান খান মুসলিম লীগ কিউ’র সাথে জোটবদ্ধ হয়ে পাঞ্জাবে সরকার গঠন করেন।

উজিরে আল করা হয় মুসলিম লীগ কিউ’র নেতা চৌধুরী পারভেজ ইলাহীকে।

চৌধুরী পারভেজ ইলাহী

গত ২৭ নভেম্বর ইমরান খান ঘোষণা করেন তার দল ক্ষমতায় থাকা পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে দেবেন।

এ ঘোষণার পর থেকেই কেন্দ্রে ক্ষমতাসীন মুসলিম লীগ-এন, পিপলস পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম -এফ এর জোট পিডিএম ঘোষণা দেয় পাঞ্জাব এসেম্বলি কোনভাবেই বিলুপ্ত করতে দেওয়া হবে না।

পাঞ্জাবের উজিরে আল পারভেজ ইলাহী যেন এসেম্বলি বিলুপ্ত করতে না পারেন, সেজন্য তার বিরুদ্ধে আস্থা প্রস্তাব এনেছিল পিডিএম। কিন্তু গত বুধবার দিবাগত রাতে পারভেজ ইলাহী আস্থা ভোটে জিতে যান।

আস্থা ভোট জেতার পর পারভেজ ইলাহী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন।

জানা গেছে সপ্তাহ খানেকের মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে দেওয়া হবে।

পাকিস্তানের দুইটি বড় প্রদেশের এসেম্বলি বিলুপ্ত হয়ে গেলে জাতীয় নির্বাচন দেওয়া ছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে আর কোন উপায় থাকবে না।

কারণ পাকিস্তানের প্রাদেশিক পরিষদ ও জাতীয় নির্বাচন একই সাথে হয়ে থাকে।

যদিও শাহবাগ শরীফের সরকার বলছে তারা কোনভাবেই জাতীয় নির্বাচন দেবে না, প্রয়োজনে প্রাদেশিক পরিষদ গুলোতে নির্বাচন হয়ে যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img