শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আবারও শৈত্যপ্রবাহ উত্তরের ৪ জেলায়

সারাদেশে আবারো শীতের তীব্রতা বেড়েছে। উত্তরের জেলা নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর। মাঘের মাঝামাঝি সময়ে কয়েকদিনের আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। কিন্তু গত মঙ্গলবার থেকে ফের শীতের ভাব বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে চার জেলায় শৈত্যপ্রবাহ বইছে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দু’টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দু’দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

এছাড়া বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। চলতি মৌসুমে এর মধ্যে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ২০ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img