বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অতিরিক্ত খরচ বৃদ্ধি করে সাধারণ মুসলমানের জন্য হজ্বকে কঠিন করা হয়েছে : ড. আহমদ আব্দুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অতি উচ্চ মূল্যের কারণে মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। আইএমএফের শর্ত পূরণের লক্ষ্যে একের পর এক তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপর খরচের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। হজ্বের খরচ অতিরিক্ত বৃদ্ধি করে সাধারণ মুসলমানের জন্য পবিত্র হজ্বকে কঠিন করে ফেলা হয়েছে। এ অবস্থা থেকে জাতি আজ পরিত্রাণ চায়।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহনগরী দক্ষিণের বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল কুরআন তিলাওয়াত, দারসুল কুরআন, বিগত বছরের রিপোর্ট পেশ, ২০২৩-২০২৪ সেশনের জন্য শাখা পুনর্গঠন, ২০২৩ সালের বার্ষিক পরিকল্পনা গ্রহণ ইত্যাদি।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২০২৪ সেশনের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি পুনঃনির্বাচিত হন অধ্যাপক মাওলানা আজীজুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসাইন।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব এডভোকেট মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সহ-প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-আইন সম্পাদক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম প্রমুখ।

অধিবেশনে ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগরী দক্ষিণের নির্বাহী পরিষদ ও ২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img