শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকনটিনেন্টালে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) মাহবুবুল আলম মজুমদার বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয় প্রাধান্য পাবে। দুই দেশের সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম্য বন্ধ করতে বৈঠকে আলোচনা হবে।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে। এ ছাড়া মাদক, অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান, মানব পাচারসহ অন্য সব বিষয় কীভাবে রোধ করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। সন্ত্রাসবাদ, জাল অর্থ, বিছিন্নতাবাদ, ভিসাসহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য সূচিতে রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img