শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

টাকা না দিলেই ক্রসফায়ারের হুমকি পুলিশের

হঠাৎ দোকানের কাছে একটি মাইক্রোবাস থেকে ৪/৫ জন লোক নেমে দোকানে প্রবেশ করেন। ঘটনাস্থল রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জামগড়ার একটি ওষুধের দোকান। মালিক নূর উদ্দিনকে বললেন, তারা ঢাকার মিন্টোরোডের ডিবি পুলিশ। এ দোকানে অবৈধ মালামাল আছে। খবর পেয়ে তল্লাশি করতে এসেছেন। পরক্ষণেই দোকানের মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ওই ব্যবসায়ী জানান, ‘দুই লাখ টাকা দিলে তোর কোনো ক্ষতি হবে অন্যথায় ক্রসফায়ার দিব।’ তাদের একজনের কোমরে পিস্তল আর হাতে ওয়াকিটকি ছিল। ভয় পেয়ে তাৎক্ষণিকভাবে ৬৭ হাজার টাকা দেন দোকানের মালিক। আরও ৫০ হাজার টাকা নিতে চারদিন পর আসবেন বলে তারা চলে যান। বিষয়টি র‌্যাবকে জানান ওই ব্যবসায়ী। চারদিন পর টাকা নিতে এসে র‌্যাবের হাতে গ্রেফতার হন চার দুষ্কৃতি।

গ্রেফতারের পর জানা যায়, তাদের একজন আশুলিয়া থানার কনস্টেবল মমিনুর রহমান। এবং যিনি মাইক্রোবাস ব্যবহার করে চাঁদাবাজি করছিলেন, ওই গাড়ির মালিক আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান। এদিকে দোকানে প্রবেশ এবং বের হওয়ার দৃশ্য ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে।

চাঁদাবাজির ঘটনাটি ঘটে গত বছরের ২২ জুলাই। ২৬ জুলাই তারা গ্রেফতার হন। কনস্টেবল মমিনুরের সঙ্গে গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন মো. আ. হামিদ, মো. ওয়াহেদ ও ওয়াজেদ শেখ। এ ঘটনার পর কনস্টেবল মমিনুর রহমান এবং এসআই সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলার এজাহার এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা, ৪৮০ গ্রাম গাঁজা এবং ৩১টি এক হাজার টাকার জালনোটও উদ্ধার করা হয়। এসআই সাজ্জাদুর রহমানের মাইক্রোবাস দিয়ে আশুলিয়া এবং এর আশপাশের এলাকায় ডিবি পরিচয়ে নানা অপকর্ম করছিল এই চক্রের সদস্যরা। এ ঘটনায় ব্যবসায়ী নূর উদ্দিন আশুলিয়া থানায় একটি মামলাও করেন। এই মামলার তদন্ত করছে র‌্যাব-৪। এ ঘটনায় মাদক আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

ব্যবসায়ী নূর উদ্দিন বলেন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে একদফা টাকা নিয়ে তারা সন্তুষ্ট হয়নি। আবার টাকা নিতে আসবে বলে জানায়। বিষয়টি র‌্যাব-৪কে জানাই। পরে নির্ধারিত সময়ে আবারও টাকা নিতে এলে র‌্যাব সদস্যরা চারজনকে গ্রেফতার করে। তারপর আমি আশুলিয়া থানায় মামলা করি।

এদিকে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহহিল কাফী বলেন, এসআই সাজ্জাদুর ও কনস্টেবল মমিনুরকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় মামলা হয়েছে। মামলা এখনো সক্রিয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img