বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সৌদি আরব ও চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

চীন ও সৌদি আরব জ্বালানি, তথ্য-প্রযুক্তি, পরিবহন ও অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতে ৩৪টি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া, দুই দেশের নেতারা সৌদি ভিশন-২০৩০ এবং চীনের রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রকল্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এসব চুক্তির আওতায় দু’দেশ তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।

জানা গেছে, চীন বিনিয়োগ করবে সৌদি আরবের পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে। যার মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

এর আগে, বুধবার সৌদি আরব পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট। তাঁকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ। দুই নেতা প্রাসাদে পাশাপাশি হেঁটে হেঁটে কথা বলেন। এটি সৌদি বাদশাহর সরকারি বাসভবন।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img