শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বইয়ের থেকে ভালো সঙ্গী আর বোধ হয় কিছু নাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোন মেলাই আনন্দের, বিশেষ করে বই মেলা। বইয়ের থেকে ভালো সঙ্গী আর বোধ হয় কিছু হয় না।

শুক্রবার (২ ডিসেম্বর) কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে শুরু হওয়া ‘বাংলাদেশ বইমেলা-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন দীপু মনি।

বইমেলার পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, কলেজ স্ট্রিট হল কলকাতার বই পাড়া, চারিদিকে এত নামে শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটি জায়গায় এই বইমেলা সত্যিই খুব আনন্দের। কলেজ স্কোয়ার হচ্ছে বই মেলার জন্য খুব ভালো জায়গা।

তিনি বলেন, কলকাতা কখনই আমাদের কাছে বিদেশ বলে মনে হয় না। ভূ-রাজনৈতিক কারণে আমরা হয়তো দুই দেশের বাসিন্দা কিন্তু ইতিহাস, ভাষা, সংস্কৃতি সব দিক থেকেই আমাদের বন্ধন এত জোরালো যে, এখানে আসতে পারলে ভালো লাগে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষার যে প্রচার ও প্রসার তাতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। এরপর ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এই ভাষাকে আরো উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। এরপর ১৯৭৪ সালে তিনি যখন বাংলায় জাতিসংঘে ভাষণ দিলেন তারপর এই ভাষা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে বাংলায় বক্তৃতা রাখেন।
তার অভিমত, বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্যকে আরো এগিয়ে নিয়ে যেতে বাঙালিদের উদ্যোগী হতে হবে এবং এই ধরনের বইমেলা আরো বেশি করে অর্থবহ করে তুলতে পারে।

তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে ভাতৃত্ব ও সৌহাদ্যের বন্ধন, তা আরো গভীর হবে। আমাদের এই বন্ধুত্বের বন্ধন জোড়ালো হয়েছিল ১৯৭১ সালে। আর আজ দুই দেশের প্রধানমন্ত্রী এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন। আমি আশা করব এই প্রচেষ্টা আরো ভালো জায়গায় নিয়ে যাবে।

মাজহারুল ইসলাম বলেন, এটি শুধু বইমেলা, কেনা বেচার মেলা নয়, দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরির মেলা এবং আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের লেখক কিংবা বইয়ের যে পরিচিতি বাংলাদেশে আছে, বাংলাদেশের বইয়ের সেই অর্থে পশ্চিমবঙ্গে আসে না। ফলে এখানকার পাঠকদের একটা চাহিদা ছিল। এই মেলার ফলে সেই চাহিদা কিছুটা পূরণ হচ্ছে।

সুধাংশু শেখর বলেন, বেশ কয়েক বছর ধরেই কলকাতায় বাংলাদেশ বইমেলা চলছে। মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই মেলা আরও প্রসারিত হয়েছে। এখন বই এর সংখ্যা বেড়েছে, পাঠকও বেড়েছে। পশ্চিমবঙ্গের বইয়ের বিক্রি বাংলাদেশেও বেড়েছে। পশ্চিমবঙ্গের বই এর সম্ভার নিয়ে ওপার বাংলায় বইমেলা করার আবেদন জানিয়ে সে দেশের শিক্ষামন্ত্রী দীপু মনির দৃষ্টি আকর্ষণ করেন সুধাংশু দে।

তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার বলেন, এবছর মোহরকুঞ্জে বই মেলা না হওয়ায় কারণে মিশনের বিকল্প জায়গার সন্ধান করা হয়। তারপরই কলেজ স্কোয়ারে এই মেলার প্রস্তাব দিই, তারাও সম্মতি জানায়। তার অভিমত, অবিভক্ত বাংলার বিশ্ববিদ্যালয় হল কলকাতা বিশ্ববিদ্যালয়, বইয়ের আতুর ঘর হচ্ছে এই কলেজ স্ট্রিট। এবার সেখানে বই মেলা হচ্ছে। মেলার অর্থ মানুষের মিলনস্থল তাই এই মেলা থেকেই ভারত ও বাংলাদেশের বন্ধন যেন আরো সুদৃঢ় হয় সেই আশা রাখি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img