শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ নিয়ে ভারতের জাতীয় সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) পার্লামেন্টের ভেতরে ও বাইরে কংগ্রেস সংসদ সদস্যরা বিক্ষোভ করতে থাকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের কারণে দিল্লির কয়েকটি সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

গ্রেপ্তারের আগে রাহুল গান্ধী বলেন, আমরা গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করছি। এক শতাব্দী আগে ধীরে ধীরে যা তৈরি হয়েছিল তা আমাদের চোখের সামনে ধ্বংস হয়েছিল। যে বা যারাই একনায়কতন্ত্রের বিরোধিতা করছে তাদেরকেই মারাত্মক আক্রমণ, কারাগারে প্রেরণ করা হচ্ছে।

ভারতজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে বিরোধী দল কংগ্রেস। রাজধানী দিল্লিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে কংগ্রেস নেতাকর্মীদের। কংগ্রেস সংসদ সদস্যদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভে কংগ্রেস এমপিরা কালো পোশাক পরে যোগ দিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img