বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দাম বাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

দেশে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এই খবর পাওয়া মাত্রই রাজধানী ঢাকাসহ দেশের ভিন্ন ভিন্ন এলাকার পাম্পগুলোতে ভিড় করছে চালকরা।

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি হবে সব ধরনের জ্বালানি তেল।

ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ার খবর জানার পর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে ঠিকমত তেল দিচ্ছে না। আবার কেউ অকটেন দিলেও পেট্রোল দিচ্ছে না।

পাম্প কর্তৃপক্ষ বলছে, হঠাৎ মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমসিম খাওয়ায় ভোক্তারা কিছুটা সমস্যায় পড়ছেন।

ফিলিং স্টেশনে তেল নিতে আসা আব্দুস সামাদ বলেন, দোকান থেকে বাড়ি যাচ্ছি। মোটরসাইকেলে বেশি তেল না থাকায় ফিলিং স্টেশনে এলাম। এখানে এসে দেখি, উপচে পড়া ভিড়, কিন্তু ফিলিং স্টেশনে কেউ নেই। বিষয়টি বুঝে উঠতে পারছি না।

আব্দুল হাই নামে আরেকজন বলেন, সরকারিভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাই ১০টার পর থেকে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ এমনটা শুরু করেছে। কারণ আগের জমাকৃত তেল রাত ১২টার পর থেকে বেশি দামে বিক্রি করতে পারবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img