শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খাদ্যশস্য নিয়ে আরো তিনটি জাহাজ ইউক্রেন বন্দর ছেড়েছে

খাদ্যশস্য নিয়ে আরও তিনটি জাহাজ ইউক্রেনের বন্দর ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৫ আগস্ট) চোরনোমস্ক ও ওডেসা বন্দর দিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য তুরস্কের বন্দরের দিকে গেছে জাহাজ তিনটি।

ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী বলেছেন, জাহাজটি কৃষ্ণসাগরের বন্দর ত্যাগ করেছে। ওলেকজান্ডার কুবরাকভ বলেন, পানামার পতাকাবাহী নেভিস্টার রোজেন এবং তুরস্কের পতাকাবাহী পোলারনেট বন্দর ছেড়েছে। প্রতিমাসে ইউক্রেনের বন্দর যাতে একশর বেশি জাহাজ প্রস্তুত করতে সক্ষম হয় সেটা তাদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সর্বশেষ রওনা দেওয়া জাহাজে মোট ৫৮ হাজার শস্য রয়েছে। তুরস্ক থেকে জাহাজগুলো আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড যাবে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img