বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

২৫০ টাকা ছাড়াল কাঁচা মরিচের দাম

কাঁচা মরিচের কেজি ২৫০ শ’ টাকা ছাড়িয়ে গেছে। কয়েকটি বাজারে মরিচ ২৪০-২৫০ টাকা বিক্রি হলেও বড় বাজারগুলোতে মরিচের দাম ২৬০ টাকা পর্যন্ত ওঠেছে।

শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার সূত্রে কাঁচা মরিচের এমন চওড়া দাম জানা গেছে।

সাইফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, কদিন আগেও ২৫০ গ্রাম মরিচ কিনেছি ২৫ টাকায়। এক সপ্তাহের মধ্যে দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। এর আগেও এভাবে মরিচের দাম বেড়ে গিয়েছিল। নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে টিকে থাকা কঠিন হয়ে যাবে।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী লতিফ মুন্সীর সঙ্গে মরিচের দাম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে বেশিরভাগ মরিচ আসে উত্তরবঙ্গ থেকে। টানা খরার পরে সেসব এলাকায় বৃষ্টি হলে মরিচের ফলনের ভাটা পড়ে। ফলন কম হওয়ায় বাজারে চাহিদা মাফিক মরিচ আসছে না। যা আসছে তার দামও আকাশছোঁয়া।

মরিচের দাম কবে কমবে জানতে চাইলে মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা হানিফ সওদাগর বলেন, পাইকাররা বলছেন, মরিচের চলতি মৌসুম শেষের দিকে। ক্ষেতে নতুন মরিচ উঠার পর দাম কমে আসবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img