বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : মাওলানা আবুল হাসানাত জালালী

বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী মাওলানা আবুল হাসানাত বলেছেন, দেশে বিদ্যুৎ এর চরম সংকট চলছে, লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উন্নয়নের নামে সরকার জনগনের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তেল-গ্যাসের সংকট তীব্র আকার ধারন করেছে, দ্রব্যমূল্যের উর্ধগতি , রিজার্ভ কমে যাচ্ছে, ডলারের বিপরিতে টাকার মান দিন নিন্মমুখি, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একেরপর এক সংখালঘুদের উপর আক্রমণ হলেও মুল দোষীদের বিচারের আওতায় আনা হচ্ছেনা। চারিদিকে নানা সংকট তৈরি করে সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সংকট নিরসনের দায়িত্বশীল ভূমিকা রাখার পরিবর্তে সরকারের এমপি মন্ত্রীরা উন্নয়নের ফাকা বুলি আওড়ে যাচ্ছে। দ্রুত এ অবস্থার অবসান না ঘটালে সরকারকে কঠিন পরিণতি বরন করতে হবে।

আজ (১২ আগস্ট) শুক্রবার সকালে পল্টন ফটোজার্নালিস্ট এসোসিয়েশনলনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মতিঝিল জোন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও কোন সরকার একসাথে এত আলেমদের গ্রেপ্তার করেনি যতজন আলেমকে বর্তমান সরকার গ্রেপ্তার করেছে। এতে বুঝা যায় এসরকার আলেমবান্ধব সরকার নয়। সুস্থ মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে আজ তাকে হুইলচেয়ারে বসিয়ে দিয়েছে। স্বাভাবিক চিকিৎসা গ্রহন ও পরিবারের সাথে তাকে সাক্ষাত করতে না দিয়ে তাঁর প্রতি মানবাধিকারের চরম লঙ্ঘন করা হচ্ছে।
এসময় তিনি মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবি জানান।।

মতিঝিল জোন সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও আমেলা সদস্য তাফাজ্জুল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আবুল হুসাইন, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, মজলিসে আমেলা সদস্য মাওলানা নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা আবুল খায়ের শরিফী, মাওলানা যাকারিয়া আল ফারুকী খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আশরাফুল ইসলাম সাদ সহ যুব মজলিসের বিভিন্ন থানার দায়িত্বশীবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img