শনিবার, এপ্রিল ২০, ২০২৪

টিকা নেওয়ার পর বিচারকাজ পরিচালনা করছি, কোনো সমস্যা হচ্ছে না : প্রধান বিচারপতি

করোনাভাইরাসের টিকা নিয়েছেন জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না।

সোমবার দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এ কথা বলেন।

এ সময় তিনি করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। তখন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আমরা কাল টিকা নেব।

জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এজন্য দেরি হয়েছে।

এরপর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img