বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, ফলে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হযেছে। চাল ও ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলছে। যেন দেখার কেউ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি অবিলম্বে চাল, ভোজ্য তেল, আটার মূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

রবিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, চাল ও ভোজ্য তেলের বাজার লাগামহীনভাবে বেড়ে চলছে। সেইসাথে আটা, ময়দামহ অন্যান্য নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছে। ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনও যৌক্তিক কারণ নেই। তারপরও দফায়-দফায় চালের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সরকার খোলা তেলের মূল্য নির্ধারণ করে দিলেও মালিকরা তা মানছেন না।

তিনি বলেন, মুনাফাখোর, অসৎ বাজার সিন্ডিকেট, অন্যদিকে চাতালের মালিকদের কারসাজির ফলে লাগামহীনভাবে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ঘাটতির অজুহাত দেখিয়ে তেল নিয়ে ভয়াবহ সিন্ডিকেট চলছে। বাজার নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এতে অসৎ ব্যবসায়ীরা স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। তিনি সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img