মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ

ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রত্যাশিতভাবেই ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের প্রায় এক মাস পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হয় বাইডেনের।

এর মধ্য দিয়ে এক-দীর্ঘ নীরবতার অবসান ঘটেছে। দুই নেতার মধ্যে ফোনালাপে বিলম্ব হওয়ায় হোয়াইট হাউস কী বার্তা দিতে চেয়েছে, তা নিয়ে নানা জল্পনা চলছিল।

এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরাইল-মার্কিন সম্পর্ক নিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ কথোপকথন হয়েছে। এ সময় তাদের দুজনের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে আসে। ইসরাইল-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তারা একসঙ্গে কাজ করার প্রতি আলোকপাত করেন।

নেতানিয়াহুর টুইটার পোস্ট জানিয়েছে, আরব দেশগুলোর সঙ্গে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও তারা আলাপ করেন। উঠে আসে আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের বিষয়টিও।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন বাইডেন। মহামারির মোকাবিলায় তাদের মধ্যে মতবিনিময় করেন তারা।

সম্প্রতি কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাইডেন নিজের সমর্থন ব্যক্ত করেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, ইসরাইলি নিরাপত্তার প্রতি প্রেসিডেন্ট বাইডেনের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। জোরালো প্রতিরক্ষা সহযোগিতাসহ যুক্তরাষ্ট্র-ইসরাইল অংশিদারিত্বের সব দিকগুলো দৃঢ় করতে নিজের ইচ্ছার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img