শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা: এরদোগান-রুহানির ফোনালাপ

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি সামরিক বাহিনীর চলমান বিমান হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টরজব তায়্যিব এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপ হয়েছে।

রোববার (১৬ মে) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

রোববার (১৬ মে) তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়- এরদোগান রুহানিকে বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরুদ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে।

এরদোগান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ইসরাইলকে কঠিন বার্তা দেয়া।

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসরাইলি হামলার বিরুদ্ধে অবশ্যই ইসলামি বিশ্বকে অভিন্ন আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।

ফোনালাপের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তারা আলোচনা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img