শনিবার, এপ্রিল ২০, ২০২৪

চাবি হারিয়ে গেছে, ৪ ঘণ্টা বন্ধ ট্রেন

‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চাবি হারিয়ে যাওয়ায়র কারণে ৪ ঘণ্টা বন্ধ।

আজ সোমবার সকাল ৬টার দিকে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দিতে পারেনি।

ট্রেনটি বাজার স্টেশনে আটকা পড়ে। পরে সকাল ১০টার দিকে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপদে পড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু হঠাৎ করে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সোহেল রানা জানান, সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু হঠাৎ করে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ থাকে।

তবে সকাল ১০টার দিকে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হয়। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল স্বাভাবিক করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img