বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভারতে ময়নাতদন্তের সময় নড়ে উঠল মৃত যুবকের হাত

ময়না ময়নাতদন্তের জন্য ডাক্তার বডিতে জোরে মারতেই নড়ে ওঠেন এক যুবক। ঘটনাটি ঘটে ভারতের কর্ণাটকের মহালিঙ্গপুরের সরকারি হাসপাতালে। তারপর ডাক্তার সঙ্গে সঙ্গে অক্সিজেন লাগিয়ে পালস চেক করার পর দেখা যায় তিনি বেঁচে আছেন। পরিবারের লোক ওই ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ান জন্য তৈরি হচ্ছিলেন।

গত বোধবার (২৭ ফেব্রুয়ারি) মারাত্মক আহত হয়ে বেসরকারি হাসপালে ভর্তি হন ২৭ বছর শঙ্কর গোম্বি। দুইদিন পর্যবেক্ষণের পর ডাক্তাররা বলেন তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে অর্থাৎ ব্রেন ডেড। শঙ্করকে মৃত ঘোষণা করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়

এরপর, ময়নাতদন্তের জন্য ডাক্তার সস গলগলি প্রথমে বডিতে জোরে হাত দিয়ে আঘাত করতেই নড়ে ওঠেন শঙ্কর। হাত নাড়াতে থাকেন তিনি। অক্সিজেন মাস্ক লাগিয়ে, পালস চেক করলে দেখা যায় যুবক বেঁচে আছেন। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img