মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ইকবাল বলে র‌্যাব সূত্র জানা যায়। এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র‌্যাবের।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় দণ্ডিত ৩৩ আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন ১৬ জন। ইকবাল গ্রেপ্তার হওয়ায় এখন পলাতক রইলেন ১৫ জন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় নানা প্রতিকূলতা পেরুনোর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img