বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মিয়ানমার সামরিক বাহিনীর উপর ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায় নিষেধাজ্ঞা

এবার মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির সামরিক বাহিনী পরিচালিত ব্যবসায় বিস্তৃত আকারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ। সেনা অভ্যুত্থান ও বিক্ষোভকারীদের দমন-পীড়নের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিচ্ছে ইইউ।

গত ৫ মার্চের এক ডকুমেন্টে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনীর আয় হয় বা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এমন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপে আগামী ২২ মার্চ ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা একমত হতে পারেন।

সেনা পরিচালিত মিয়ানমার ইকোনোমিক হোল্ডিংস লিমিটেড (এমইএইচএল) ও মিয়ানমার ইকোনোমিক করপোরেশনের (এমইসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাও রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর ব্যবসা খনি থেকে খাবার উৎপাদন পর্যন্ত বিস্তৃত। প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং ও টেলিযোগযোগ ব্যবসাতেও জড়িত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img