শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভারত-আফগান বাণিজ্য করিডর বন্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে ভারত আফগান বাণিজ্য করিডর বন্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার (২১ মার্চ) আমেরিকার এক চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা জানান।

খাজা আসিফের বলেন, আফগানিস্তানের সাথে সশস্ত্র সংঘাতে জড়াতে চায় না পাকিস্তান। তবে আফগানিস্তান যদি তাদের ভূখন্ডে থাকা পাকিস্তান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীদের থামাতে ব্যর্থ হয় তবে নিজেদের সামর্থ্য দেখাতে বাধ্য হবে পাকিস্তান। বন্ধ করে দিতে পারে ভারতের সাথে দেশটির বাণিজ্য করিডর।

তিনি বলেন, সীমান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বহুগুণে বেড়েছে। আমরা কাবুল সরকারকে এই বার্তা দিতে চাই যে, এভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা যায় না। আফগানিস্তান যদি আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করে তবে আমরা কেন তাদের বাণিজ্য করিডরের সুবিধা বহাল রাখবো?

পাক প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্যমতে, ২০২৩ সালে কাবুল সফরকালে তালেবান নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের কাছে তার আহবান ছিলো, অতীতে সহায়তা প্রদানের কৃতজ্ঞতায় তারা যেনো টিটিপি ইস্যুতে হাত গুটিয়ে বসে না থাকে। এহসান ও সহায়তা থাকায় কৃতজ্ঞ থাকতে অসুবিধা নেই। কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ থাকাটাও জরুরী। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ থেকে তাদের বিরত রাখুন। নিজেরাও তাদের অংশীদার হওয়া থেকে বিরত থাকুন।

এছাড়া পাকিস্তানকে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে আফগানিস্তন টিটিপিকে প্রশ্রয় দেওয়া বন্ধ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবং জানান, ক্ষতি করা হলে এর সমুচিত জবাব দিবে পাকিস্তান।

সাক্ষাতকারের এক পর্যায়ে তিনি বলেন, টিটিপি সদস্যরা যেনো দায়েশে যোগ না দেয় তাই পাকিস্তানের বিরুদ্ধে গোষ্ঠীটিকে অপতৎপরতার সুযোগ করে দিচ্ছে আফগানিস্তান।

প্রতিবেশী রাষ্ট্রের সাথে উত্তেজনা ও সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের স্বার্থ রক্ষায় কাজ করছি। বিশ্ব আমাদের প্রশংসা করবে কি করবে না তা গুরুত্বপূর্ণ নয়। পাকিস্তানের স্বার্থে যা কল্যাণকর তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img