শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মুসলিম বিশ্বের খবর

তুরস্কের মাটিতে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের বিরুদ্ধে সামরিক/রাজনৈতিক পদক্ষেপ বা কোন ধরণের অপপ্রচার চালানোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত জেঙ্ক ওনাল। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবিরের সাথে বৈঠকে তিনি এ কথা জানান।

তুর্কি রাষ্ট্রদূত বলেন, তুরস্ক সরকার ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে কোনো ধরণের সামরিক ও রাজনৈতিক প্রচার-প্রচারণা বা আন্দোলন হতে দেবে না।

বৈঠকে তুর্কি রাষ্ট্রদূত জানান, আফগানিস্তানের বিদ্যুৎ, খনি ও কৃষি খাতে তুর্কি ব্যবসায়ীরা বিনিয়োগ করবে।

এছাড়াও এরদোগানের সরকার আফগানিস্তানের শিক্ষা খাতে সবধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এসময় আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকারকে সহযোগিতা করে যাওয়ায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


গত ২৪ ঘন্টায় গাজ্জা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনিকে শহীদ ও ২৯৩ জনকে আহত করেছে ইসরাইলি বাহিনী।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৬৮১ জনে।


ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহর সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানা গেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার তুরস্কে ইসমাইল হানিয়াহর সাথে বৈঠকে মিলিত হোন।

কূটনৈতিক সূত্র জানা গেছে, হামাস যোদ্ধাদের হাতে পণবন্দী থাকা অবশিষ্ট ইসরাইলি নাগরিকদের মুক্তি দানের পাশাপাশি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি পালন ছিল আলোচনার প্রধান বিষয়। সূত্রটি জানায়, বৈঠক চলাকালে উভয়পক্ষ মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্র সমাধান নিয়েও আলোচনা করেন।


সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা সংস্থার প্রধানকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর।

বার্তা সংস্থা মেহর একটি গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “এই হামলায় বিপ্লবী গার্ডের গোয়েন্দা বিভাগের সিরিয়া শাখার প্রধান নিহত হয়েছে। সেইসঙ্গে তার ডেপুটিসহ আরো ২ জন বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছেন।”

এই হামলার সাথে ইসরাইলের সম্পর্ক থাকতে পারে বলে দাবি করেছে ইরান।


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে বর্তমান অথবা ভবিষ্যতেও ধ্বংস করা সম্ভব নয় বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরাইলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আহরন ব্রেগম্যান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হামাসকে মুছে ফেলার লক্ষ্য কখনোই অর্জিত হবে না, এখন বা ভবিষ্যতেও নয়। হামাসের উপর সংক্ষিপ্ত বিজয় নিয়েই ইসরাইলকে সন্তুষ্ট থাকতে হতে পারে।


ফিলিস্তিনের গাজ্জায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে ইন্দোনেশিয়া। ইসরাইলের দৈনিক সংবাদপত্র ‘মারিভ’ এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।

হিব্রু পত্রিকাটি এক প্রতিবেদনে জানিয়েছে, “অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নৃশংস বোমা হামলা অব্যাহত রাখার কারণে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে ইন্দোনেশিয়া।”


গত শুক্রবার হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুসা আবু মারজুকের নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল রাশিয়া সফর করেছে‌।

এ সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের সঙ্গে একটি বৈঠক করেছেন।

বৈঠকে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও জিম্মিদের মুক্তির বিষয় হামাসের অবস্থান ও নীতি নিয়েও আলোচনা হয়েছে।


আফগানিস্তানে বাদাখসান প্রদেশে ভারত থেকে ছেড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল। এতে ছয়জন যাত্রী ছিল।

বাদাখসান প্রদেশের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনো জানা যায়নি। আমরা খবর পাওয়ার সাথে সাথে একটি দল পাঠিয়েছি। তারা এখনো পৌঁছয়নি।’

শুরুতে খবরে বলা হয়েছিলো বিমানটির মালিকানা ভারতের। তবে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে, ‘আফগানিস্তানে এইমাত্র যে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনাটি ঘটেছে তা ভারতীয় নির্ধারিত বিমান বা নন-শিডিউল (এনএসওপি)/চার্টার বিমান নয়। এটি একটি মরক্কোর নিবন্ধিত ছোট বিমান। আরও বিস্তারিত বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img