শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শিক্ষা থেকে ইসলাম তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষা থেকে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ তুলে দিয়ে হিন্দুত্ববাদে ধাবিত করার সকল ষড়যন্ত্র চুড়ান্ত।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান শিক্ষামন্ত্রীও একজন হিন্দুপ্রেমিক। তিনি নিজেও বলেছেন আমি রামকৃঞ্চ স্কুলে পড়েছি। উগ্রবাদী সংগঠন ইসকনেরও সদস্য শিক্ষামন্ত্রী। এমন ব্যক্তিদের দ্বারা কখনো মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। শিক্ষাকারিকুলামের অসঙ্গতি দূর করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে এতে কোন সন্দেহ নেই। আমরা আমাদের সন্তানদেরকে কুশিক্ষার হাত থেকে রক্ষা করে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই।

শাখা সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী। সম্মেলন শেষে হাসান মাহমুদকে সভাপতি, হাসিবুল হোসেনকে সহ-সভাপতি, আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ববি ক্যাম্পাস কমিটি ঘোষণা করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img