বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

প্রায় তিন দশক পর আজারবাইজানের শুশা শহরে জুমআর আযান হলো

ইনসাফ | সোহেল আহম্মেদ


আর্মেনিয়ান দখল থেকে মুক্তি পাওয়ায় আজারবাইজানের একটি শহরে প্রায় তিন দশক পর জুমআর আযান হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরোনো-কারাবাখ অঞ্চলের প্রতীকী শহর শুশায় জুমআর আযান দেওয়া হয়েছে এবং জুমআর নামাজ আদায় করা হয়েছে।

১৯৯২ ইং সালের ৮ ই মে আর্মেনিয়ান বাহিনী দখল করে নেওয়া আপার কারাবাখ অঞ্চলের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর শুশা। এটি নাগর্নো-কারাবাখ নামেও পরিচিত। এটি আজারবাইজানের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল।

আজারবাইজানীয় রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ গত ৮ নভেম্বর ঘোষণা করেছিলেন যে, ২৭ শে সেপ্টেম্বর সংঘর্ষ শুরু হওয়ার পরে আর্মেনিয়ান দখল থেকে শুশ শহরকে মুক্ত করে আজারবাইজানী সেনারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img