শুক্রবার, মে ১৬, ২০২৫

সবাই আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: ট্রাম্প

spot_imgspot_img

হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতন্ত্রের পুরো নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে দাবী করেছেন, ‘বড় বড় প্রযুক্তি কোম্পানি, বিলিয়নার, গণমাধ্যম, পুলস্টার ও ডেমোক্রেটরা সবাই আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

সতের মিনিটের দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, একজন ডেমোক্রেটকে হোয়াইট হাউসে আনতে এরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত নির্বাচনে জালিয়াতি করে যাচ্ছে। নির্বাচনী সমীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বিচারে ফলাফল বলে দিচ্ছে, রিপাবলিকানদের বিরুদ্ধে কোডিং হামলা চালানো হচ্ছে।

ট্রাম্প যখন লিখিত ভাষণ দিচ্ছিলেন মার্কিন গণমাধ্যম এনবিসি, সিবিএস ও এবিসি নিউজ লাইভস্ট্রিমিং বন্ধ করে দেয়।

মার্কিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ট্রাম্পের বলা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান নেতারাও। মেরিল্যান্ডের রিপাবলিকান গর্ভনর ল্যারি লোগান বলেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার কাছে কোনো ব্যক্তি বা নির্বাচনের গুরুত্ব বেশি নয়। আমেরিকা নির্বাচনের ফল গুনছে, যেভাবে আমরা পূর্বে ফলাফলকে সম্মান করে এসেছি এখনো তাই করা হবে।

আরেক রিপাবলিকান নেতা অ্যাডাম কিলিঞ্জার বলেন, ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন। এটি পুরো ছেলেমানুষি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img