শুক্রবার, মে ১৬, ২০২৫

জর্জিয়ায় পুনরায় ভোট গণনার ঘোষণা

spot_imgspot_img

আমেরিকার জর্জিয়া রাজ্যে পুনরায় ভোট গণনার ঘোষণা দিয়েছেন রাজ্যটির গভর্নর ব্রেড রাফেনসবার্গার। এ রাজ্যটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্যাটিক পার্টির জো বাইডেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

রাজ্যটিতে এখন মাত্র চার হাজার ১৬৯ ভোট গণনা বাকি আছে। এছাড়া ৮ হাজারের মতো সামরিক ভোট মেইলে রয়েছে। সেগুলো আজকের দিনে মধ্যে পৌঁছালে তা গণনা করা হবে।

রাজ্য গর্ভনর জানিয়েছেন, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম থাকায় ভোট পুনঃ গণনা করা হবে।

এ রাজ্যটিতে ইলেকটোরল ভোট রয়েছে ১৬টি। ভোটের হিসেবে ট্রাম্পের চেয়ে বাইডেন দেড় হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img