তুরস্কের সংবাদমাধ্যম জিজেডটির দুই সাংবাদিককে ইসলাম প্রচারের অভিযোগে গ্রেফতার করেছে রাশিয়া। রাশিয়ার খাকাসিয়া প্রজাতন্ত্র থেকে ১৬ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।
জিজেডটির এক প্রতিবেদনের বরাতে খবরে বলা হয়, নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকের জিনিসপত্র জব্দ করা হয়েছে এবং জোরপূর্বক তথ্য মুছে ফেলতে বাধ্য করেছে রুশ কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই সাংবাদিক তুর্কি জনগোষ্ঠীর লাইফস্টাইল ও সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র নির্মাণের জন্য রাশিয়ায় ছিলেন।
জিজেডটি বলছে, রাশিয়া তাদের যে প্রত্যাবাসন কেন্দ্রে রেখেছে সেখানে তাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ওই দুই সাংবাদিকদকে সবসময় নজরদারির মধ্যে রাখা হচ্ছে ও তাদের মোবাইল বারবার পরীক্ষা করা হয়, যা গোপনীয়তার লঙ্ঘন।