শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সিএএ’র প্রতিবাদকারী অ্যাক্টিভিস্টদের ধরতে মরিয়া হিন্দুত্ববাদী যোগীর পুলিশ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ আবারো মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পোস্টার যুদ্ধ শুরু করেছে। এর ফলে মুসলিমবিরোধী আইনটি প্রণয়নের প্রথম বার্ষিকীকে সামনে রেখে নতুন বিতর্ক দানা বেঁধে ওঠছে।

পুলিশ লক্ষ্ণৌতে আট সিএএবিরোধী অ্যাক্টিভিস্টকে ‘ফেরারি’ ঘোষণা করে তাদের ধরিয়ে দিতে বলেছে। পোস্টাররগুলোতে বলা হয়েছে, তাদের ব্যাপারে তথ্য দিলে ৫ হাজার রুপি করে দেওয়া হবে।

তাদের সবাই পুরনো লক্ষ্ণৌর ঠাকুরগঞ্জ এলাকার অধিবাসী। তথ্য প্রদান করার জন্য পোস্টারে ঠাকুরগঞ্জের সিনিয়র পুলিশ অফিসারদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

স্থানীয় অধিবাসী আসাদ রিজভী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বাসার বাইরেও এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। তাছাড়া লাউডস্পিকারে করেও ফেরারিদের ব্যাপারে তথ্য চাওয়া হচ্ছে।

তাদের সবার বিরুদ্ধে গ্যাংস্টার অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছে। এক পুলিশ অফিসার বলেন, এসব লোক ১৯ ডিসেম্বর সহিংসতার সময় লক্ষ্ণৌতে ছিল। তারপর থেকে তারা নিখোঁজ রয়েছে।

সূত্র: এফপিজে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img