পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তার ডান হাত ও পায়েও কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব-রজপাড়া এলাকায় এ হামলা হয়।
স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় জানা যায়, সন্ধ্যায় জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তখন পূর্ব-রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌঁছলে বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
তা বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া ডান হাত ও দু’পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে।