রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।
যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।