আফগানিস্তানে চলছে তীব্র শীত। আর শীতের উষ্ণতা উপেক্ষা করেই অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট কার্যালয়ের সামনে শত শত মানুষ দাঁড়িয়েছে লাইনে।
রোববার (১৯ ডিসেম্বর) আফগান সরকার ফের ভ্রমণ সম্পর্কিত নথি ইস্যু অর্থাৎ পাসপোর্টের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার একদিন পরই দেশটিতে এমন চিত্র দেখা গেছে।
আফগান সরকারের ঘোষণার পরই অনেকে আগের রাত থেকেই প্রয়োজনীয় কাগজ নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। তালেবান সদস্যরা ভিড় সামলাতে ও নিরাপত্তার জন্য পাহারায় রয়েছেন।
২২ বছর বয়সী তালেবান নিরাপত্তাকর্মী আজমল তুফান বলেন, আমরা চাই না কোনো আত্মঘাতী হামলা বা বিস্ফোরণ ঘটুক। আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে নিরাপত্তা দেওয়া। সবাই সুশৃঙ্খলভাবে তাদের কাজ সম্পন্ন করুক, আর সেটার জন্য আমরা নিবেদিত রয়েছি।