বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে: তালেবান

গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ১০ বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেয়া হবে না বলে পেন্টাগণ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রয়ায় কাবুলে এ ক্ষতিপূরণ চেয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, মার্কিন সেনারা গত ২০ বছরে আফগানিস্তানের অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সেসব হত্যাকাণ্ডের জন্যও আমেরিকাকে জবাবহিদী করতে হবে।

গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মার্কিন ড্রোন হামলা এক পরিবারের ১০ সদস্য নিহত হন যাদের মধ্যে দু’জন নারী ও শিশু ছিলেন। গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, বেসামরিক আফগান নাগরিকদের হত্যাকারী সেনাদের বিচার করা হবে না।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img