বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিচার শুরু

কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত চার্জ গঠন করে আগামী ১৭ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণে তারিখ ধার্য করেছেন। একই সঙ্গে তাদের জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

গত বছর ২৩শে আগস্ট দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

সেই মামলায় গত ৯ই সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করে আদালত। পাশাপাশি আরেক আসামি চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তার মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img