বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

শিগগিরই শুরু হবে বুস্টার ডোজের কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বুস্টার ডোজের প্রস্তুস্তি নেয়া হচ্ছে। শিগগিরই সেই কার্যক্রম শুরু হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘মুজিবজন্ম শতবার্ষিকী’ উপলক্ষে নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, যে তিনজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি আছেন। তারা সুস্থ আছেন।

তিনি বলেন, সাড়ে চার কোটি ভ্যাকসিন হাতে আছে। আর কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল হয়েছে।

নতুন নতুন রূপে করোনা ফিরে আসছে এ কথা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img