বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

ম্যাক্রোঁর সমালোচনা করায় মিসরে ইমামকে গ্রেফতার করেছে সিসির সরকার

spot_imgspot_img

ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় মিসরের একটি মসজিদের ইমামকে আটক করেছে দেশটির স্বৈরশাসক ও বিশ্বাসঘাতক আব্দেল ফাত্তাহ আল সিসির সরকার।

আহমাদ হাম্মাম নামের ওই ইমামকে দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ আটক করেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

শুক্রবার জুম’আর নামাজের খুতবায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন আহমাদ হাম্মাম নামের ওই ইমাম। মিসরের উত্তরাঞ্চলীয় আলেক্সান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদের ইমামতি করতেন তিনি।

ইরনা জানিয়েছে, এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিসরের পুলিশ।

দেশটির গণমাধ্যম সূত্রে ইরানি এ বার্তা সংস্থাটি জানিয়েছে, হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মিসরের বিশ্বাসঘাতক ও স্বৈরশাসক সিসির ওয়াকফ মন্ত্রী মোখতার জানিয়েছেন, তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদের ইমামতি করতে না পারেন সে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img