রবিবার, মে ১৮, ২০২৫

হাতিয়ায় ইসলাম ও মুহাম্মাদ সা.-কে নিয়ে ২ হিন্দু যুবকের চরম কটুক্তি

spot_imgspot_img

হাতিয়ায় ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে প্রকাশ্যে চরম কটূক্তি করে দুই হিন্দু যুবক। পরে বিক্ষুব্দ এলাকাবাসী তাদের ধরে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে হাতিয়া থানায় ওই দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটনি গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও পুলক চন্দ্র দাস (২৩)।

গতকাল রোববার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি মিল্লাদ উদ্দিন বাদী হয়ে হাতিয়া থানায় এ মামলাটি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক হিন্দু দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে চরম কটূক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img