সোমবার, মে ১৯, ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পাশে আছে পাকিস্তান : ইমরান খান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


তুরস্কের আইজিয়ান উপকূলে মারাত্মক ভূমিকম্পের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (৩০ অক্টোবর) এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ইজমির ভূমিকম্পে প্রাণহানির বিষয়ে রাষ্ট্রপতি এরদোগান ও তুরস্কের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই বিপদের দিনে সর্বাঙ্গীনভাবে তুরস্কের পাশে আছে পাকিস্তান।

তিনি আরও বলেন, ২০০৫ সালে পাকিস্তান ও এজেকে (আজাদ কাশ্মীর) এ বিধ্বংসী ভূমিকম্পের সময় যেভাবে তুরস্ক আমাদের পাশে দাঁড়িয়েছিল তা আমরা কখনই ভুলতে পারব না।

এছাড়াও পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও তুরস্কের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৮ জন ইন্তেকাল গেছেন এবং ৮৩০ জন আহত হয়েছেন।

সূত্র: ইয়েনি সাফাক

সর্বশেষ

spot_img
spot_img
spot_img