দুর্গাপুর পৌর এলাকার হরিপুর গ্রামে শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন।
নিহত সাদিয়া খাতুন (১৮) ওই গ্রামের শামসুল ইসলামের মেয়ে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কনা জানান, সকালে সবার অজান্তে সাদিয়া নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ওড়না কেটে লাশ নামিয়ে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক বিষয় নিয়ে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সূত্র: ইউএনবি